স্বাগতিক গ্যালারিতে যেন আর্জেন্টিনার জার্সি দেখা না যায়, সেই ব্যবস্থা নিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। স্বাগতিক দেশ ছাড়া অন্য জার্সি পরে প্রবেশ করা যাবে না।
প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা সেখানে থাকতে পারবেন না। এমনটাই সতর্ক বার্তা দেয়া হয়েছে। শুধু আর্জেন্টিনা নয়, মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সি গায়েও স্বাগতিক গ্যালারিতে প্রবেশ করা যাবে না।
মূলত স্টেডিয়ামে মেসি-ম্যানিয়া কমিয়ে ঘরের মাঠের পূর্ণ সুবিধা আদায়ে এই নির্দেশনা বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেশন কর্তা।