ফুটবল
এখন মাঠে
0

সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

টানা দু'বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের নারী ফুটবল দল। সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (শনিবার, ৯ নভেম্বর) নবনির্বাচিত কমিটির প্রথম সভায় শেষে কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু এ তথ্য জানান।

বাফুফের নির্বাচনের পর আজকের প্রথম সভায় অন্যতম আলোচ্যসূচি ছিল নারীদের ফুটবল। তবে সভায় সাফজয়ী নারীদের আর্থিক পুরস্কারের বিষয়টি যে চূড়ান্ত হবে তা আগেই ঘোষণা দেয়া ছিল।

এদিকে, সাবিনা-রিতুপর্নারা কবে নাগাদ পুরস্কারের টাকা পাবেন, তা অবশ্য নিশ্চিত করতে পারেনি বাফুফে।

গত বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফেরার পর নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়।

এরপর সাফজয়ী দলকে রাষ্ট্রীয় অতিথি ভবনে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ফুটবলারদের নানা অসুবিধার কথা শোনেন এবং সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। 

এদিকে এরইমধ্যে নারী ফুটবল দলের জন্য এক কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাবিনা খাতুনদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।

এএম