ফুটবল
এখন মাঠে
0

ছাদখোলা বাসে বাফুফের পথে সাফজয়ী দামাল কন্যারা

টানা দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটায় ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল। ঐতিহাসিক এই অর্জনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জয়িতাদের বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত করে ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। এই বাসে চড়েই শহর প্রদক্ষিণ করছেন সাকিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।

দুপুর সোয়া দুইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে নারী সাফজয়ী দলকে নিয়ে রওনা দেয় ছাদখোলা বাস। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।

বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও রয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে দলীয় ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি।

বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।

সাবিনারা চেয়েছিলেন শিরোপা জিততে পারলে যেন এমন ছাদখোলা বাসে করে আবারও উৎসব করতে পারেন। তাদের সেই ইচ্ছাটাই পূরণ করছে বাফুফে ।

ছাদখোলা বাসটি বিমাবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠবে। এরপর এফডিসি মোড়ে নেমে সাত রাস্তার মোড় হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল হয়ে পল্টন নামবে।

এরপর নটরডেম কলেজর সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে নামবেন সাবিনা-রুপনারা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

ইএ