ফুটবল
এখন মাঠে
0

সাফজয়ী ফুটবলারদের জন্য বিমানবন্দরে প্রস্তুত ছাদখোলা বাস

টানা দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর জয়িতাদের বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাস। এতে চড়ে শহর প্রদক্ষিণ করবে সাকিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।

বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও রয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে দলীয় ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি।

বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।

সাবিনারা চেয়েছিলেন শিরোপা জিততে পারলে যেন এমন ছাদখোলা বাসে করে আবারও উৎসব করতে পারেন। তাদের সেই ইচ্ছাটাই পূরণ করছে বাফুফে ।

ইএ