ফুটবল
এখন মাঠে
0

এল ক্লাসিকোতে রিয়াল সমর্থকদের বর্ণবাদী আচরণ, ক্লাবের ক্ষমা প্রার্থনা

এল-ক্লাসিকোর রাতে বার্সা তারকা লামিনে ইয়ামালের সাথে বর্ণবাদী আচরণ করেছে রিয়ালের সমর্থকেরা। ঘটনার সত্যতা স্বীকার করে রিয়ালে কর্তৃপক্ষ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষমাও চেয়েছে।

বার্সা-রিয়াল ম্যাচ মানেই মাঠ এবং মাঠের বাইরে, খেলোয়াড় থেকে দর্শক উভয় ক্ষেত্রেই সমান উত্তেজনা। সর্বশেষ এল-ক্লাসিকো বড় ব্যবধানে বার্সার কাছে হেরেছে রিয়াল। সেটাও আবার বার্নাব্যুতে নিজেদের ঘরের মাঠেই।

৪-০ গোলের ব্যবধানে হারা ম্যাচে বর্ণবাদের ঘটনা ঘটে লামিনে ইয়ামালের তৃতীয় গোলের পর। এল ক্লাসিকোতে ততক্ষণে রিয়ালের হারও প্রায় নিশ্চিত। তার উপর বার্সার তরুণ তারকা ইয়ামালের ম্যাচের তৃতীয় গোল। ঘরের মাঠে সেটা রিয়াল সমর্থকদের জন্য ছিল বিষফোঁড়ার মতো।

রিয়ালের ম্যাচ হারতে বসার ক্ষোভ আর হতাশায় রিয়ালের দর্শকরা গোল উদ্‌যাপন করার সময় ইয়ামালকে লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে। বিষয়টি রিয়াল কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জড়িতদের শাস্তির আওতায় আনার বিবৃতি দেয়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর