ফুটবল
এখন মাঠে
0

গোল বন্যায় ম্যাকাওকে হারালো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান বাছাইয়ে ম্যাকাওকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ।

দলটির বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচে একাই চার গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হুদা ফয়সাল।

প্রথমার্ধের ৪০তম মিনিটে তার গোলেই লিড পায় বাংলাদেশ । পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজ প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ কাজে লাগিয়ে ৬ টি গোল করেন বাংলাদেশের যুবারা। ফয়সাল ছাড়াও মানিক দুটি রিফাত গোল করেছেন একটি করে। আগের ম্যাচেও ফিলিপাইনকে হারিয়েছে বাংলাদেশ।