ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানালেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবলের সম্ভাব্য সব ধরনের সাফল্য অর্জন করা মেসি উপভোগ করে যেতে চান আর্জেন্টিনার হয়ে খেলা প্রতিটা ম্যাচ। মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড জয়ের পর বিশ্বকাপজয়ী অধিনায়ক কথা বলেন নিজের অবসর প্রসঙ্গেও।

ফুটবলের সেরা হতে যতগুলো অর্জন দরকার তার প্রায় সবগুলোই জয় করেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত কিংবা দলীয়, ক্লাব অথবা জাতীয় দল সব জায়গাতেই মেসির অর্জনটা সবার উপরেই।

কাতার বিশ্বকাপ জয়ের পর সাফল্যের ষোলকলা পূরণ করা মেসি পেলেন আরেকটি ব্যক্তিগত সাফল্য। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড পেলেন লিও মেসি।

সে অনুষ্ঠানে খোলামেলা কথা বলেন এলএমটেন। ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও আপাতত আর্জেন্টিনার হয়ে খেলাটা উপভোগ করতে চান।

মেসি বলেন, 'আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারবো, ভালো অনুভব করবো এবং সুখী থাকবো। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপ খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনও বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো খেলার চেষ্টা করছি।'

এত এত অর্জনের পরও মেসি এখনও মুখিয়ে থাকেন শিরোপা জিততে। জানান, ফুটবলকে ভালোবাসেন তিনি কারণ এই ফুটবলই সবকিছু দিয়েছে তাকে।

লিওনেল মেসি বলেন, 'আমি এখনও শিরোপার জন্য ক্ষুধার্ত, যদিও আমার বয়স বাড়ছে, পরিবার বড় হচ্ছে। আমি তাদের সমর্থন অনুভব করি, তাই আমি অপ্রতিরোধ্য। মি ফুটবল ভালোবাসি এবং এটাই আমাকে সবকিছু দিয়েছে।'

আটটি ব্যালন ডি'অর, দু'টি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বলসহ অসংখ্য ব্যক্তিগত অর্জন রয়েছে লিও-র। যেখানে অর্জনের সংখ্যাটা ৫৬। আর সবমিলিয়ে আর্জেন্টাইন অধিনায়ক জিতেছেন ১০২টি শিরোপা। এতো এতো অর্জনের স্বীকৃতি দিতেই মেসিকে বিশেষ এই সম্মানে ভূষিত করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর