ম্যাচের দিন মাঠে বৃষ্টি হওয়ায় অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করেই খেলেছে দু'দল। ভেনেজুয়েলার মাঠের পানি না শুকানোয় আক্রমণ সাজাতে বেগ পেতে হয়েছে খেলোয়াড়দের। এমন প্রতিকূলতার মধ্যেই ১৩ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ওতামেন্ডি।
এই লিড প্রথমার্ধ্বে ধরে রেখে বিরতিতে যায় আলবিসেলেস্তে শিবির। তবে, দ্বিতীয়ার্ধ্বে ঠিকই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভেনেজুয়েলা। ৬৫ মিনিটে ব্যবধান সমান করেন রন্দন। পরে সমতায় থেকেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
ম্যাচ ড্র করলেও ১৯ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলে শীর্ষে আর্জেন্টিনা।