ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। শিরোপার জন্য শক্তিশালী ভারতের মোকাবিলা করতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।

দু'দলের ম্যাচটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায়। ম্যাচটিকে সামনে রেখে রোববার (২৯ সেপ্টেম্বর) অনুশীলন করেছে বাংলাদেশ। তার আগে ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোশেসন করেছে দুই দলের কোচ ও অধিনায়ক।

সেমিফাইনালে টাইব্রেকার বাঁধা পেরিয়ে আসা বাংলাদেশ বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জানালেন, এবারের আসরে গেল ম্যাচগুলোর অভিজ্ঞতা তাদের কাজে দেবে। কোচ সাইফুল বারী টিটুও ফাইনাল ম্যাচে শিষ্যদের নিয়ে আশাবাদী।

যদিও বয়সভিত্তিক এ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

এই সম্পর্কিত অন্যান্য খবর