ফুটবল
এখন মাঠে
0

বাছাইপর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো সেলেসাওরা।

বাছাইপর্বের গেলো চার ম্যাচের তিন ম্যাচেই হারে সেলেসাওরা। অবশেষে হারের বৃত্ত ভেঙেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই ভালো সুযোগ পেয়েও তা হাতছাড়া করায় এগিয়ে যাওয়ার উল্লাস করতে পারেনি দলটি। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি ব্রাজিলের।

লুকাস পাকেতার পাস থেকে ৩০ মিনিটের মাথায় গোল করেন রদ্রিগো। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ ছিল প্রতিপক্ষ ইকুয়েডরের সামনে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। বিরতির পর একই গতিতে খেলতে থাকে দু'দল। তবে কাজের কাজ করতে পারেনি ইকুয়েডর।

অন্যদিকে টানা চার ম্যাচ পর গোলে জয়োল্লাস করেন দরিভাল জুনিয়রের শিষ্যরা। সেলেসাওদের গুরু হিসেবে ব্রাজিলের মাটিতে প্রথম ম্যাচে সাফল্য পেয়েছেন এই কোচ। বাছাইপর্বের অন্য ম্যাচে গোলশূন্য ড্র হয়েছে উরুগুয়ে ও প্যারাগুয়ের খেলা। ৭ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে টেবিলের দুইয়ে অবস্থান উরুগুয়ের। আর লা সেলেস্তেদের থেকে ৮ পয়েন্টের ব্যবধানে সাতে আছে প্যারাগুয়ে।