ফুটবল
এখন মাঠে
0

উয়েফা থেকে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের স্বীকৃতি পেতে যাচ্ছেন রোনালদো

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে গেলেও, উয়েফা থেকে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের স্বীকৃতি পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার জন্য পর্তুগিজ তারকাকে পুরস্কৃত করবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২৪ বছরের পেশাদারি ক্যারিয়ারে ১৮ বছরের বেশি চ্যাম্পিয়নস লিগে খেলেছেন রোনালদো। শুধু খেলেননি, টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। বিশ্বের সবচেয়ে এই মর্যাদাপূর্ণ ফুটবল লিগে কৃতিত্বের জন্য স্বীকৃতি পাচ্ছেন সিআর সেভেন।

এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ হতে যাচ্ছে ৩৬ দলের। ২৯ আগস্ট মোনাকোতে হবে এর প্রথম পর্বের ড্র। সেখানেই সম্মানিত করা হবে রোনালদোকে। ড্র অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফার প্রেসিডেন্ট আলেক্সান্দর সেফেরিন।

২০০২ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্তিংয়ের হয়ে বাছাই পর্বের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হয় রোনালদোর। পরের বছর স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথমবার খেলতে নামেন মূল টুর্নামেন্টে।

পর্তুগালের স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে মোট ১৮৩ ম্যাচ খেলে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪০ গোল করেছেন রোনালদো। এ তালিকার দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১১ ও তিনে থাকা ররার্ট লেভানডফস্কির চেয়ে ৪৬ গোল বেশি গোল করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে সাতবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ৮ গোল করে মৌসুমে ইউনাইটেডকে শিরোপা জেতান তিনি। ২০১৭-১৮ মৌসুমে রিয়াল টানা তৃতীয় চ্যাম্পিয়ন জেতার পথে করেন ১৫ গোল। ২০১৩-১৪ মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে তাঁর গোলে শিরোপা জেতে লস ব্লাঙ্কোসরা। সেই মৌসুমে ১৭ গোল করেন সি আর সেভেন, যা চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডও।

পর্তুগিজ তারকা ইউনাইটেডের হয়ে ১টি, রিয়ালের হয়ে ৪ টি—মোট পাঁচটি চ্যাম্পিয়ন লিগ জিতছেন। ১৯৯২ সালের পর এই প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি শিরোপা জয়ের কীর্তি গড়েন রোনালদো। আর একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলের রেকর্ডও তাঁর। চ্যাম্পিয়ন্স লিগের সাত আসরে সবচেয়ে বেশি গোল করার কীর্তি গড়েন রোনালদো।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর