ক্লাব, ফুটবল বিশ্লেষক বা সমর্থক সবার মুখেই এখন এক আলোচনা ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের জায়ান্ট দল রিয়াল মাদ্রিদে থাকবেন নাকি নতুন মৌসুমে নতুন ঠিকানায় শুরু হবে ভিনির যাত্রা। এ নিয়ে কত শত আলোচনা আর প্রশ্নের উত্তর খোঁজায় ব্যস্ত ক্রীড়া বোদ্ধারা।
ফুটবলের পেছনে অর্থ লগ্নি করা সৌদি আরব থেকে বিশাল অঙ্কের অর্থ আয়ের প্রস্তাব পেয়েছেন ব্রাজিলের উঠতি এই তারকা ফুটবলার। তবে দ্যা অ্যাথলেটিক্সসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমগুলোতে এরইমধ্যে প্রকাশিত খবর তা অনায়াসে ফিরিয়েছেন ভিনি।
গেল কয়েকদিনে ভিনিসিয়াসের দলবদলের খবর রটার বিষয়ে এবার মুখ খুলেন দলের কোচ কার্লো আনচেলত্তি। এমন সব খবর নাকি সমর্থকদের অনুমানের ভিত্তিতে ছড়িয়েছে। ফুটবলারের ভাবনার কথাও জানান তিনি।
আনচেলত্তি বলেন, 'দলবদলের বাজারে এ বিষয় নিয়ে মানুষের মধ্যে যা চলছে তা শুধুই জল্পনা। যা ৩১ আগস্ট বন্ধ হয়ে যাবে। আর এসব কিছু ভিনিসিয়াসকে প্রভাবিত করবে না বলে আমি আশাবাদী। সে রিয়ালে আছে এবং এখানে থেকে সেরাটা দিতে চায়।'
তরুণ এই ফুটবলারের ক্লাব পরিবর্তন চিন্তা বা সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী এক বিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে দলের সেরা ফুটবলারকে ক্লাব রিয়াল ছাড়বে কি না তা তো সময়ে উত্তর মিলবে। তবে, এর আগে হিসেব মেলানো যাক সৌদির কোনো ক্লাবে খেললে কতটা লাভবান হবেন তরুণ এই ফুটবলার।
সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ নাকি ভিনিসিয়ুসকে ১০০ কোটি ডলার প্রস্তাব দিয়েছে প্রো লিগের ক্লাব আল আহলিতে খেলার জন্য। সে হিসেবে দিনে সাত কোটিরও বেশি টাকা আয় করার সুযোগ থাকবে তরুণ এই খেলোয়াড়ের। যা বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি। রিয়াল মাদ্রিদে বেতন বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে এক কোটি ১০ লাখ ২৮ হাজার ইউএস ডলার।