কাড়ি কাড়ি টাকার বিনিময়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে থাকলেও তারকাখ্যাতির দিক দিয়ে এ মুহূর্তে রয়েছেন সেরাদের তালিকায়।
শুধু রোনালদো নয়, ইউরোপিয়ান ফুটবল মাতানো নেইমার জুনিয়র, করিম বেনজেমারাও পাড়ি জমিয়েছেন সৌদি লিগের ক্লাবগুলোতে। স্বাভাবিকভাবেই মধ্যেপ্রাচ্যের দেশটির লিগ নজর কাড়ে ফুটবলপ্রেমীদের।
মূলত দেশটির ফুটবল ফেডারেশনের চাওয়া বিশ্বকাপ আয়োজন করা। আর তাই ক্লাব ফুটবল দিয়ে আলোচনায় আসার পাশাপাশি কোটি কোটি টাকা খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে দেশটিতে। এরই মধ্যে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করতে বিড করেছে সৌদি আরব। সেটা নিশ্চিত করেছেন ফিফা সভাপতি।
আর ২০৩০ বিশ্বকাপটাকে নিয়ে বিশেষ পরিকল্পনা ফিফার। শতবর্ষী আয়োজন হওয়ায় সেটাকে স্মরণীয় করে রাখতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ৬ বছর পর হতে যাওয়া বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে মরক্কো, স্পেন আর পর্তুগাল।
তবে ১৯৩০ বিশ্বকাপ লাতিন আমেরিকায় হওয়ায় ২০৩০ সালেও সে মহাদেশকে আয়োজনের অংশ করতে চায় ফিফা। এর জন্য আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়েতে একটি করে ম্যাচ হতে পারে।
এসব তথ্য আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানতে পারবে ফুটবলপ্রেমীরা। কারণ বুধবার বিশ্বকাপ বিডিংয়ের শেষদিন। তারপরই দুটি বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম প্রকাশ করবে ফিফা।