বিষাদের বিদায় কখনও প্রাপ্তির আনন্দে রঙিন হয়। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডি মারিয়া যেন তেমনই এক গৌরবের স্বাক্ষী হলেন। জাতীয় দল থেকে বিদায়ের দিনে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। মেসি চোটে না পড়লে হয়তো ডি মারিয়াকে হয়তো আগেই তুলে নিতেন স্ক্যালোনি। তবে, লম্বা সময় দলের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিয়ে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। দলকে ১৬তম কোপা শিরোপার স্বাদ দিতে ভূমিকা রেখেছেন সামনে থেকে।
আর্জেন্টিনার রেকর্ড রাঙা জয়ের দিনে আবারও কোপার সেরা গোলরক্ষক হয়েছেন বাজপাখি খ্যাত এমি মার্টিনেজ। আর গোল্ডেন বুট যে লাউতারো মার্টিনেজ জিতবেন তাও অনুমেয় ছিল। ফাইনালের পর সেটারই বাস্তবায়ন হলো। ৫ গোল দিয়ে স্বর্ণের জুতাটা নিজের করে নিয়েছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার, জাতীয় দলের হয়ে যা অর্জন করেছেন প্রথমবার।
তবে, ব্যতিক্রমী ছিলেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। দলকে ফাইনালের মঞ্চে আনতে বড় ভূমিকা রাখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। একটি গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করে জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। তার দল রানার্স আপ হয়ে পেয়েছে ৮২ কোটি টাকার আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে ১৮৮ কোটি টাকা।
অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে অধিকাংশ পুরস্কারই ছিল স্প্যানিশদের দখলে। ম্যাচ জেতায় সেরার পুরস্কার গেছে নিকো উইলিয়ামসের হাতে। টুর্নামেন্ট সেরা, উদীয়মান তারকার খেতাবও জিতেছেন ইউরো চ্যাম্পিয়ন দলের সদস্যরাই। তাছাড়া গোল্ডেন বুট জেতা ছয়জনের মধ্যেও আছেন একজন স্প্যানিশ। আর চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন পাবে ৩৩২ কোটি টাকা। আর ইংলিশদের ঝুলিতে গেছে ২৮৫ কোটি।