ফুটবল
এখন মাঠে
0

কোপা আমেরিকায় দামি ফুটবলার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র

কোপা আমেরিকায় মেসি-ডি মারিয়াদের পেছনে ফেলে সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের শুধু ফুটবলারই নয় সবচেয়ে দামি দলের তালিকার শীর্ষে সেলেসাওরা। গোলের ক্ষেত্রেও অভিজ্ঞদের পেছনে ফেলে এগিয়ে জুনিয়ররা।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার চলতি আসরে এগিয়ে আর্জেন্টিনা। প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নক আউটে প্রতিপক্ষের বাড়িয়েছে চিন্তা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নতো বটেই বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা।

তবে যতই চ্যাম্পিয়ন দল হোক এক জায়গাতে মেসি-মার্তিনেজদের হার মানতে হয়েছে-চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের কাছে। এবারের আসরে মেসি-ডি মারিয়াদের গ্রুপ পর্বে গোল করার আক্ষেপের মতো আছে আরও একটি খারাপ লাগার বিষয়। দলে বড় তারকা থাকার পরও কোপায় সবচেয়ে দামি দল ব্রাজিল। ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যান অনুযায়ী সেলেসাওদের বাজারমূল্য ১২৭ কোটি ইউরো। আর ৮০ কোটি পঞ্চাশ লাখ ইউরোতে দ্বিতীয়তে আছে আর্জেন্টিনা।

এক ভিনিসিয়াস জুনিয়রের মূল্য ১৮০ মিলিয়ন ইউরো। অন্যদিকে চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলের সবচেয়ে দামি ফুটবলার লাওতারো মার্তিনেজের মূল্য ১১০ মিলিয়র ইউরো। আর ক্লাব ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টিনা দলের অন্যতম সেরা ফুটবলার মেসির দর ৩০ মিলিয়ন ইউরো।

চলতি আসরে সিনিয়রদের থেকে জুনিয়রদের পারফরমেন্সে মন ভরছে সমর্থকদের। দল হিসেবে ব্রাজিলের সেভাবে দেখা না মিললেও নিজের জাদু দেখাতে থেমে নেই রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস। প্রথম ম্যাচে জাল কাপাতে না পারলেও প্যারাগুয়ের বিপক্ষে দুবার গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোর করেন এই জুনিয়র। অন্যদিকে দলের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ চার গোল করেছেন মার্তিনেজ।

নক আউট পর্ব শুরু আগেই দলের ফুটবলারদের এমন পারফরম্যান্স। অভিজ্ঞদের পেছনে ফেলে উঠতি তারকা খেলোয়াড়দের কোপায় নতুন কোনো রেকর্ড হবে। সে চিন্তাও হয়তো করে ফেলেছে অনেক ফুটবল অনুরাগীরা।

ইএ