ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। এরই মধ্যে এই আসরকে ঘিরে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা বিরাজ করছে। নিজ দেশ কিংবা পছন্দের ফুটবলারকে সমর্থন দিতে মুখিয়ে আছেন ফুটবল অনুরাগীরা। বিশেষ করে, তারকা ফুটবলারদের ঝলক দেখার অপেক্ষায় তারা।
এই তালিকায় সবার উপরে আছেন কিলিয়ান এমবাপ্পে। ফুটবল পায়ে গতি আর ফিনিশিংয়ে এরই মধ্যে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে উঠেছেন। তার অসাধারণ নৈপূণ্যে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এমনকি ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টাইন ভক্তদের মাঝে একাই ভয় ধরিয়ে দেন তিনি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৩২৫টি গোল করেছেন। আর ১৫৩টি গোলে সহযোগিতা করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এই আসরে এমবাপ্পের দিকেই সবচেয়ে বেশি নজর থাকবে।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে দারুণ ফর্মে থাকা জুড বেলিংহ্যামও ইউরোতে নজর কাড়তে পারেন। মাদ্রিদকে লিগ শিরোপা জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠাতেও জুডের বড় ভূমিকা রয়েছে। ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে ২৯টি গোল করেছেন। শুধু তাই না, এবারের ব্যালন ডি অরের অন্যতম দাবিদার জুড। নিজ দেশ ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে পারলে এই দাবিটা নিশ্চিতভাবেই আরও জোরালো হবে।
খুব অল্প বয়সেই ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই বেশকিছু রেকর্ডে ভাগ বসিয়েছেন এই বালক। বল পায়ে তার দক্ষতা-ক্ষিপ্রতা যেকোনো প্রতিপক্ষকে ভাবনায় ফেলতেই পারে। এবারের ইউরোর অন্যতম সেরা ফুটবলার হওয়ার দৌড়ে থাকতে পারেন ইয়ামাল।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা অ্যাসমাস হলুন্ড তার প্রতিভা দিয়ে এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। ইপিএলে তার দল ভালো না করলেও রেড ডেভিল ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এই মৌসুমে ক্লাবের হয়ে করেছেন ১৯ গোল। এবার নিজ দেশ ডেনমার্কের হয়ে আলো ছড়াতে মুখিয়ে থাকবেন হলুন্ড। সম্প্রতি ফর্ম ধরে রাখতে পারলে ডেনমার্ককে তিনি নিয়ে যেতে পারেন বহুদূর।
এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো, শাভি সিমন্স, ইয়ুশুয়া কিমিখ, রদ্রি, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালারাও স্পটলাইট কেড়ে নিতে পারেন।