আজ (মঙ্গলবার,৭ মে) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ও পুলিশ এফসির ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর থেকে দারুণ সময় পার করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বড় উদাহরণ গেলবার ফেডারেশন কাপের শিরোপা জয়। এবারেও ট্রফির রেসে ঐহিত্যবাহী ক্লাবটি।
ফেডারেশন কাপে সেরা পাঁচ গোলদাতার মধ্যে মোহামেডানেরই দু'জন। ৩ গোল দিয়ে জাফর ইকবাল রয়েছেন তৃতীয়তে। আর যৌথভাবে চার নাম্বারে আছেন উজবেক ফুটবলার মুজাফফরভ। তাদের ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে আলফাজের দল নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।
সেমিফাইনালে সাদা-কালো জার্সিধারীদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটিতে তাদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী মোহামেডান কোচ।
মোহামেডান স্পোটিং ক্লাবের কোচ আলফাজ আহমেদ বলেন, 'অবশ্যই চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে কারণ আমরা গতবারের চ্যাম্পিয়ন টিম। একটা পেশার কাজ করছে। পাশাপাশি ফুটবলাররা স্বাভাবিক ফুটবল খেলতে পারে তাহলে ভালো করার সম্ভাবনা রয়েছে।'
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশ এফসির পারফরম্যান্সও ধারাবাহিক। তাই, দলটিকে সমীহ করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক সুলেমান দিয়াবাতে বলেন, 'পুলিশ (বাংলাদেশ পুলিশ এফসি) খুব ভালো দল। খুবই ভালো দল। তাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। আমাদের দলেও আছে। প্রতিপক্ষের সক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের সেরাটা দিয়ে ফাইনালে উঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ।'
গোলের খেলা ফুটবলে অঘটন ঘটা অস্বাভাবিক কিছু না। তাই সেমিফাইনাল ম্যাচে কোনো চাপ নিতে চায় না মোহামেডান।