ফুটবল
এখন মাঠে
0

জুনে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন ডি মারিয়া

এবার ইন্টার মায়ামিতে ডি মারিয়ার যাওয়ার গুঞ্জন জোরালো। জুনে বেনফিকার সাথে চুক্তির মেয়াদ শেষ হলেই সাউথ বিচের ক্লাবটিতে যোগ দিতে পারেন এই আর্জেন্টাইন। এমনটাই জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এরইমধ্যে মারিয়ার এজেন্টের সাথে যোগাযোগ শুরু করেছে মায়ামি।

মেজর লিগ সকারের অপরিচিত এক ক্লাব ইন্টার মায়ামিকে সারা দুনিয়ায় পরিচিত করে তুলতে কি না করেছেন লিওনেল মেসি। যে দলটি কোনদিন শিরোপার মুখ দেখেনি, মেসির হাত ধরেই পায় স্বপ্নের সেই ট্রফি। লিগ টেবিলে নিয়মিত তলানিতে থাকা দলটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে। আর এসবের পেছনে মেসির অবদান অসামান্য।

মেসি মায়ামিতে যোগ দেয়ার পরই দলটিতে একে একে যোগ দিয়েছেন জর্দি আলবা, সার্জিও বুসকেতসের মতো তারকা ফুটবলাররা। সবশেষ গেলো ডিসেম্বরে লুইস সুয়ারেজও যোগ দেন মায়ামি শিবিরে। আর তাতে সুফলও পেতে শুরু করেছে দলটি।

এবার ভক্তদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির মায়ামি। মেসির দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ দি মারিয়াকে দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে পিংক জার্সিধারীরা। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই মেসির সাথে একই ক্লাবে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

যদিও এই মুহূর্তে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে। যে চুক্তি শেষ হবে চলতি বছরের জুনে। এরপরই অবশ্য পাওয়া যাবে আনুষ্ঠানিক বক্তব্য। যদিও আপাতত দি মারিয়ার ভাবনায় কেবলই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন।

এর আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও পিএসজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। এছাড়া আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৮ ম্যাচ। এরমধ্যে বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন কোপা আমেরিকাও।