ফুটবল
এখন মাঠে
জোড়া গোলে মেজর লীগ সকারে শীর্ষে মেসি
এবার মেজর লিগ সকারে সর্বোচ্চ গোল দেওয়ার তালিকায় শীর্ষে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোলই ইন্টার মায়ামি ৪-১ গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ডকে। আর এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো দলটি।

ইনজুরির কারণে চলতি মৌসুমে দীর্ঘদিন মাঠে নিয়মিত ছিলেন না লিওনেল মেসি। তবে কোনো কিছুতেই যেন মাঠের পারফরম্যান্সে ছেদ পড়েনি বিশ্বসেরা এই ফুটবলারের। মেজর লিগ সকারে টানা দুই ম্যাচ ধরে করছেন জোড়া গোল, সাথে অ্যাসিস্ট তো আছেই।

আগের ম্যাচেই তার দলকে লিগের শীর্ষস্থানে তুলেছিলেন। এবার গোল দেওয়ার তালিকায় নিজেকে নিয়ে গেলেন সবার ওপরে। মেসির জোড়া গোলেই নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

যদিও এদিন ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডেই মায়ামির বিপক্ষে লিড নেয় নিউ ইংল্যান্ড। এর পরই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। প্রথমার্ধে মেসির গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে ৮ বারের এই ব্যালন ডি অর জয়ী। ৬৭ মিনিটে তার হাত ধরেই লিড পায় পিংক জার্সিধারীরা। এর পর ম্যাচের বাকি সময়ে বেনজামিন ও সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

মেজর লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচে খেলে ৯ গোল করেছেন আর্জেন্টাইন এই জাদুকর। মেসি বলেই শুধু গোল দিয়ে ক্ষান্ত থাকতে চাননি, সতীর্থদের দিয়ে গোল দেয়াতেও এগিয়ে দলটির অধিনায়ক।

এখন পর্যন্ত বুসকেতস, সুয়ারেজদের দিয়ে করিয়েছেন ৭ গোল। এ জয়ে লিগে শীর্ষস্থান আরও শক্ত করলো ইন্টার মায়ামি। চলতি মৌসুমে ১১ ম্যাচে ২১ পয়েন্ট মায়ামির।

এওয়াইএইচ