বার্সেলোনার নতুন ঘর এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে প্রাণবন্ত এমবাপ্পে, মেন্দিস, হাকিমিরা। নিজেদের মাঠে নিষ্প্রভ খেলোয়াড়রাই প্রতিপক্ষের মাঠে জ্বলে উঠে প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখেলো। প্রতিদ্বন্দী বার্সাকে বিদায় করে কাটলো সেমির টিকিট।
ঘরের মাঠে বার্সার কাছে হেরেছিল ৩-২ ব্যবধানে। অতিথি হয়ে প্রতিশোধ নিতে শুরু থেকেই ব্যস্ত ছিল পিএসজির খেলোয়াড়রা। তবে প্রথমে গোল হজম করেও হাল ছাড়েননি অতিথিরা। বিরতির আগে বার্সার লাল কার্ড দেখে দশজনে পরিণত হয় কাতালান ক্লাবটি। সে সুযোগে প্রতিপক্ষকে আরও ভালোভাবে চেপে ধরে এমবাপ্পে, দোন্নারুম্মারা।
বিরতির পর চারবার গোল উৎসবে মাতে দলটি। উসমান দেম্বেলে, ভিতিনহার দুই গোলের পাশাপাশি একাই দুই গোল করেন এমবাপ্পে। উল্টো দিকে কাতালান ক্লাবটির খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের রাজ্যের হতাশা। নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া। এক ম্যাচে রেফারি দুই দলকে দেখিয়েছেন ১২টি কার্ড। যার মধ্যে তিনটি লাল কার্ডই বার্সার। হারের কারণ হিসেবে রেফারিদের এমন সিদ্ধান্তকে দুষছেন কোচ জাভি।
এদিকে দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারে পা রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। অ্যাতলেটিকো মাদ্রিদকে দ্বিতীয় লেগে ৪-২ ব্যবধানে হারিয়ে ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে চতুর্থবার উঠলো জার্মানের ক্লাবটি।
ফাইনালে উঠার লড়াইয়ে সেমিতে মুখোমুখি হবে পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ড।