ফুটবল
এখন মাঠে
0

আর্সেনাল-বায়ার্নের রোমাঞ্চকর ড্র

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ আটে প্রথম লেগ ম্যাচ ২-২ সমতায় শেষ করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গতরাতে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লিড নেয় আর্সেনাল। ১২ মিনিটে বেন হোয়াইটের পাসে বাঁকানো শটে গোল করেন বুকায়ো সাকা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ এবং সব মিলিয়ে এই প্রতিযোগিতা ১৮তম গোল করলেন সাকা।

৬ মিনিট পর ম্যাচে সমতা পায় বায়ার্ন। লেয়র সানের জোগান দেওয়া বলে গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান সের্গে গ্যানাব্রি।

৩২ মিনিটে হ্যারি কেনের গোলে ম্যাচে প্রথম লিড নেয় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯তম গোল করলেন কেইন।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথর্মাধ শেষ করে বায়ার্ন। ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুখিয়ে ছিলো আর্সেনাল। অবশেষে ৭৬ মিনিটে গাব্রিয়েল জেসুসের পাসে গোল করে দলকে সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

আগামী ১৮ এপ্রিল ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের মাঠে খেলতে নামবে আর্সেনাল। ঐ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালের টিকিট পাবে।

এভিএস