ফুটবল
এখন মাঠে
কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা
প্রত্যাশিত জয় পেয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। স্পেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও জয়ের মুখ দেখেনি ব্রাজিল।

ইনজুরির কারণে দলের সঙ্গে নেই অধিনায়ক লিওনেল মেসি। তারপরও আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। কোস্টারিকার বিপক্ষে যদিও শুরুতে পিছিয়েই পড়েছিল আলবিসেলেস্তেরা। প্রথমার্ধ্বে পিছিয়ে পড়ে ১-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে স্ক্যালোনির দল। দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেন দি মারিয়া। এরপর ম্যাক অ্যালিস্টার ও লওতারো মার্তিনেজের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে দারুণ জমেছিল ব্রাজিল-স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি। তবে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করে নিজের আগমনী বার্তা দেন বিস্ময়বালক এনদ্রিক।

এদিকে দীর্ঘদিন পর পর্তুগালের হয়ে খেলতে নেমে হতাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়ার কাছে তার দল ২-০ গোলে হেরেছে।

ইএ