ফুটবল
এখন মাঠে
ফেনীতে গোল পেলেন না এমপি সুমন
ফেনীতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ‘নিজের বলার মত ফাউন্ডেশন’ একাদশের মধ্যে প্রীতি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে। ৯০ মিনিটের খেলায় টান টান উত্তেজনা থাকলেও কোন দল গোল দিতে পারেনি। সুমনকে ঘিরে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ঢল নামে মানুষের। ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়ে গোটা শহরে।

শুক্রবার (১ মার্চ) দুপুর গড়িয়ে বিকেল নামতেই ফেনীর ভাষা শহীদ সালামা স্টেডিয়ামের গ্যালারি ভরপুর। ফুটবল উত্তেজনা ছড়িয়ে দিতে সুদুর হবিগঞ্জ থেকে এসেছেন নবীন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। করতালীর মাধ্যমে তাকে স্বাগত জানায় ফেনীর সাধারণ মানুষ।

এরপর হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচটি বিকেল ৩টা ৪০ মিনিটে শুরু হয়।

প্রথমার্ধে টানটান উত্তেজনা থাকলেও কোন দল গোল করতে পারেনি। একাধিকবার ব্যারিস্টার সুমন আক্রমণ করলেও বল জালে প্রবেশ করাতে পারেননি। বিপক্ষ দলের খেলোয়াড়রাও পাল্টা আক্রমণে ছিলো।

ব্যারিস্টার সুমনের প্রতিটি আক্রমণে মেতে ওঠেন সমর্থকরা। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ছিলো কানায় কানায় পূর্ণ।

ব্যারিস্টার সুমন বলেন, ‘ফেনীতে ফুটবল খেলার শখটা দীর্ঘদিনের। আমার সেই শখটা পূরণ করতে সহযোগিতা করেছেন ইকবার বাহারের নিজের বলার মত ফাউন্ডেশন ও ফেনীর মানুষরা।’

খেলা দেখতে এসে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম ও মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রতিনিধিরা। ব্যারিস্টার সুমন ও তার দলের ফুটবল খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।

প্রীতি ম্যাচ শুরুর আগে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বক্তব্য দেন।

এভিএস