২০২২ সালে ডিসেম্বরে নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে সাবেক বার্সা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গেল বছরের শুরুতে তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। দীর্ঘ একবছর মামলা চলে কাতালান আদালতে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। তবে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলো সাবেক এই বার্সা তারকা।
শুরুর দিকে তার স্ত্রী পাশে থাকলেও পরবর্তীতে তাকে ডিভোর্স দেয়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন আলভেজ। এমনকি কারাগারে আত্মহত্যা করতে পারেন এই শঙ্কায় জেলহাজতে তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।
মামলায় ভুক্তভোগীর চাওয়া ছিল ১২ বছরের জেল। তবে পরবর্তীতে দোষ স্বীকার করে শাস্তি কমানোর অনুরোধ করেন আলভেজের আইনজীবী।