ফুটবল
এখন মাঠে
0

মেসির থেকে এগিয়ে গেলেন রোনালদো

পেনাল্টিতে মেসির ৭১৩,রোনালদোর ৭১৪ গোল

আবারও লিওনেল মেসির থেকে এগিয়ে গেলেন পর্তুর্গিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এতোদিন গোল সংখ্যাই মেসির থেকে এগিয়ে থাকলেও পেনাল্টি ছাড়া গোল সংখ্যায় সমান ছিলেন দুইজনই।

এবার আল ফাতেহর বিপক্ষে জয়ে দলের হয়ে প্রথম গোলে রোনালদোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৫টি। যেখানে মেসির ক্যারিয়ারে গোল ৮২১। তবে পেনাল্টি ছাড়া দুইজনই ৭১৩ টি গোলের ঘরে অবস্থান করছিলেন।

এবার এক গোলে এগিয়ে গেলেন রোনালদো। মেসি যেখানে পেনাল্টিতে গোল করেছেন ১০৮ টি সেখানে রোনালদোর সংখ্যাটা ১৬১। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়েও রোনালদোর থেকে পিছিয়ে আছে মেসি।

আল নাসর সুপারস্টার ক্লাবের হয়ে গোল করেছেন ৭৪৭টি যার মধ্যে আন্তার্জাতিক গোল ১২৮। আর মেসির গোল সংখ্যাটা ৭১৫ ও ১০৬টি।