ফুটবল
এখন মাঠে
0

ফিফা দ্যা বেস্ট পুরস্কার পেলেন লিওনেল মেসি

সেরা কোচ পেপ গার্দিওলা ও সারিনা ভাইগমান

তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছন আর্লিং হল্যান্ড ও এমবাপ্পেকে।

২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর স্বাভাবিকভাবেই মেসির হাতে ফিফা দ্যা বেস্ট ফুটবলারের পুরস্কার উঠেছিলো। তবে গেলো বছর ইন্টার মায়ামির হয়ে মেজর লিগে একটি শিরোপা ছাড়া আর উল্লেখযোগ্য তেমন কিছু জিততে পারেনি এলএমটেন। তবে এরপরও ফিফা বেস্টের তালিকায় হল্যান্ড, এমবাপ্পেদের সাথে সেরা তিনে জায়গা করে নেন মেসি।

অর্জনে মেসি এমবাপ্পের থেকে ঢের এগিয়ে ছিলো হল্যান্ড। ম্যান সিটির হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি হল্যান্ড উচিয়ে ধরেছে সম্ভব্য সব শিরোপা। উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন। এতোকিছুর পরও বর্ষসেরা দৌড়ে মেসিকে হারাতে পারলেন না নরওয়ের এই ফুটবলার। তাকে হারিয়ে ফের ফিফার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মূলত ছেলেদের সেরা ফুটবলার বেছে নিতে জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তদের ভোটে হল্যান্ডকে হারিয়েছেন মেসি। যেখানে দুজনের সমান ৪৮ পয়েন্টেই ছিলো। তবে জাতীয় দলের অধিনায়কদের ভোট বেশি ছিলো মেসির পক্ষে। ফলে মেসিকেই সেরা বলে নির্বাচিত করা হয়েছে। আর এ দৌড়ে তৃতীয় হওয়া এমবাপ্পে পেয়েছেন ৩৮ পয়েন্ট।

তবে অনুমেয়ভাবেই মেয়েদের হয়ে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের তারকা ফুটবলার আইতানা বোনমাতি। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন লিন্ডা কাইসেদো ও একই দলের সতীর্থ হেরমোসোকে।

এছাড়া ছেলেদের সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা। আর মেয়েদের ফিফা দ্যা বেস্ট কোচ জিতেছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভাইগমান।

সেরা পুরুষ ফুটবলার ছাড়া বাকি সব জায়গায়তেই ছিলো ম্যান সিটির জয়জয়কার। সেরা কোচের পর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন সিটির এডারসন। আর মেয়েদের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ম্যারি আর্পস।

বর্ণবাদের বিপক্ষে শক্ত অবস্থানের কারণে ফেয়ার প্লে পুরস্কার জিতেছে ব্রাজিলের জাতীয় দল। এছাড়া সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জিতিছেন ব্রাজিলের দ্বিতীয় বিভাগে খেলা গির্লেমে মাদুরগা।