ফুটবল
এখন মাঠে
0

ভিনিসিয়ুসের নৈপূণ্যে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়ুস জুনিয়ারের নৈপূণ্যে বছরের প্রথম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে আল আওয়াল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্করা। স্প্যানিশ সুপার কাপে এটি রিয়ালের ১৩তম শিরোপা।

বড় ম্যাচগুলোতে ভালো খেলার সুনাম রয়েছে ভিনিসিয়ুস জুনিয়ারের। তার প্রমাণ আরও একবার দিয়েছে এই ব্রাজিলিয়ান। স্প্যানিশ সুপারকাপের ফাইনালটাই হয়ে গেলো ভিনিসিয়ুসময়। বলতে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোন পাত্তাই পেলো না তার একক নৈপূণ্য। ফলে রিয়াল মাদ্রিদও পেলো বছরের প্রথম শিরোপা জয়ের স্বাদ।

সৌদি আরবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে দু'দল। ম্যাচের মাত্র ৫ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বার্সা। তবে রিয়াল গোলরক্ষক আন্দ্রেই লুনিনের দক্ষতায় ব্যর্থ হয় বার্সা।

ঠিক মিনিট দুয়েক পরই পাল্টা আক্রমণে যায় আনচেলত্তির শিষ্যরা। বার্সা সুযোগ নষ্ট করলেও ঠিকই গোল আদায় করে নেয় রিয়াল। জুড বেলিংহ্যামের থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস।

তিন মিনিটের ব্যবধানে আবারও ভিনিসিয়ুসের গোলে ব্যবধান ডাবল করে রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে লেভানডফস্কির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সা। কিন্তু রাতটা যে ছিল ভিনিময়। ৩৯ মিনিটে প্যানাল্টি থেকে হ্যাট্রিক আদায় করে তারই প্রমাণ দেন এই ব্রাজিলিয়ান।

ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল না হলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস ব্লাঙ্করা। দ্বিতীয়ার্ধে বেশকিছু পরিবর্তন আনে বার্সা। তারপরও ভাগ্য বদলাতে পারেনি কাতালান ক্লাবটি। উল্টো ৬৪ মিনিটে রদ্রিগো রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন।

ম্যাচে ৭১ মিনিটে আরাউহো লাল কার্ড পেলে ম্যাচে আর ফিরতে পারেনি বার্সেলোনা। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এসএস