ফুটবল
এখন মাঠে
0

ফিফা ক্লাব বিশ্বকাপ জিতলো ম্যানসিটি

২০২৩ সাল ম্যানচেস্টার সিটির জন্য বিশেষ কিছু হয়ে থাকবে। কারণ, এ বছরই অনেক সাফল্যের চূড়াই প্রথমবার উঠতে পেরেছে দলটি। গার্দিওয়ালার অধীনে সম্ভাব্য সবকিছু জেতা হলেও চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ বাকি ছিলো। গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে উয়েফার শ্রেষ্ঠত্ব অর্জন করে ম্যানসিটি।

মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার অংশ নিয়েই ক্লাব বিশ্বকাপ জয় করে নিলো গার্দিওয়ালার শিষ্যরা। সৌদির কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারায় সিটিজেনরা। দিনটি যে ছিল শুধুমাত্র ম্যান সিটির, তার প্রমাণ ম্যাচের মাত্র ৪০ সিকেন্ডে ম্যান সিটিকে এগিয়ে নেয় আলভারেজ। যা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড।

বিরতির আগে সিটিজেনদের ব্যবধান বাড়ায় ফ্লুমিনেন্সের ফুটবলার নিনোর আত্মঘাতি গোল। দ্বিতীয়ার্ধে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে ম্যান সিটি। ফলে ৭২ মিনিটে ফোডেনের গোলে ব্যবধান বেড়ে ৩-০ হয় সিটির। ম্যাচের শেষভাগে আবারও আলভারেজের গোল। তাতেই বড় জয়ের উল্লাসে মাতে গার্দিওয়ালার শিষ্যরা।

চলতি বছর প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এটি সিটির পঞ্চম শিরোপা। আর ইংল্যান্ডের চতুর্থ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলো সিটি। এটি গার্দিওয়ালার ক্লাব বিশ্বকাপের চতুর্থ শিরোপা, যা কোচ হিসেবে সর্বোচ্চ।

যদিও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খুব একটা ভালো সময় যাচ্ছে না চ্যাম্পিয়নদের। তবুও গার্দিওয়ালার অধীনে এই সিটি কথায় থামে সেটি এখন দেখার অপেক্ষা।