অলিম্পিকের নিরাপত্তা মহড়ায় ব্যস্ত বোমা নিষ্ক্রিয় দল

শাহনুর শাকিব
0

সাতমাসের বেশি সময় পর শুরু হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত প্যারিস অলিম্পিক্স গেম। তবে এর মধ্যে এক ব্যক্তির মৃত্যুতে নির্বিঘ্নে আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শহরজুড়ে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা। আয়োজন ঘিরে বোমা নিষ্ক্রিয়তা এজেন্টের চলছে মহড়া।

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক্সের আসন্ন আসর নিয়ে কল্পনার কমতি নেই বিশ্বের ক্রীড়াঙ্গনে। প্যারিসে ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারের সামনে আচমকা এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চারিদিকে থমথমে পরিবেশ। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ পুরো বিশ্ব।

তবে এ ঘটনার পর আগে থেকেই অনেক বেশি সতর্ক অবস্থানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ক্রীড়া বিশ্বের বিশাল এই আয়োজন প্যারিস শহরে নির্বিঘ্নে করতে গেলো ১৮ মাস ধরে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আসর ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে সচেষ্ট পুলিশ- এমন দাবি কর্মকর্তাদের। এছাড়া প্রস্তুতি গ্রহণে ব্যস্ততার মধ্যে সময় কাটছে বোমা নিষ্ক্রিয়করণ দলের।

সেন্ট্রাল ল্যাবরেটরি পরিচালক ক্রিস্টোফ পেজরন বলেন, 'হামলাকারীরা যে কোনো ধরনের বোমা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়ের ক্ষেত্রে আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। নিঃসন্দেহে এটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে এ কাজটা ভালোভাবে করে পুলিশ বিভাগের কার্যক্ষমতা সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই।'

প্যারিস পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের এক সদস্য জানান, 'বোমা নিষ্ক্রিয় দলের মহড়ার সময় আমরা একটা ব্যাগ পেয়েছি। পরবর্তীতে এজেন্টদের দ্বারা বিশ্লেষণের পর উদঘাটন হয় সেটি স্কুল ব্যাগ। ভুলবশত কোনো শিশু রেখে গিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত এলাকাটিতে আমরা নজরদারি করছি।'

২৬ জুলাই ফ্রান্সের প্যারিস শহরের সেইন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে অ্যাথলেটদের আতিথেয়তায় সেজে উঠছে প্যারিস শহর।

 

এসএস

আরও পড়ুন: