এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আসন্ন টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আরও পড়ুন:
অন্যদিকে আম্পায়ার প্যানেলে বাংলাদেশ সৈকত ও সোহেল ছাড়াও আছেন কুমার ধর্মসেনা, ক্রিস গেফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নিতিন মেনন, পল রেইফেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফসরা।
বেশকিছু ম্যাচের দায়িত্বপ্রাপ্তদের তালিকা জানালেও বেশিরভাগই এখনও জানায়নি আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
