মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে জিততে সাবালেঙ্কার সময় লাগে দুই ঘণ্টার বেশি। হাড্ডাহাড্ডি দুই সেটের লড়াই শেষে তিনি জেতেন ৭-৬, ৭-৬ ব্যবধানে।
আরও পড়ুন:
ম্যাচ শেষে সাবালেঙ্কা নিজেই স্বীকার করেন, পুরো ম্যাচজুড়ে তিনি ছিলেন প্রচণ্ড চাপে। তবে ভুলের পর ভুল হলেও প্রতিটি পয়েন্টে লড়ে গেছেন এ গ্র্যান্ড স্ল্যামজয়ী।
এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাবালেঙ্কা। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ কানাডার তরুণ তারকা ভিক্টোরিয়া এমবোকো।





