এর আগে গতকাল (বুধবার, ১৪ জানুয়ারি) বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নামেনি ক্রিকেটাররা।
গতকাল রাতে ভার্চুয়ালি প্রেস কনফারেন্সে ক্রিকেটারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) অভিযোগ করেছিল, বিসিবি সমস্যার সমাধান না করে সময়ক্ষেপণ করছে।
আরও পড়ুন:
সেসময় কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘ওই পরিচালকের মন্তব্যে শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই অসম্মান করা হয়েছে।’
ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তার বক্তব্য ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করা উচিত নয়।’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা ‘আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পারেনি এবং তাদের পেছনে খরচ করা হচ্ছে’, গতকাল বিকেলে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিতে বিপিএল বর্জনের ঘোষণা আসে।





