বিসিবি পরিচালক পদত্যাগ না করলে মাঠে নামবে না ক্রিকেটাররা: কোয়াব সভাপতি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ মিঠুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ মিঠুন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএল খেলতে মাঠে নামবে না বলে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) উদ্ভূত পরিস্থিতি নিয়ে করা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা খেলার বিপক্ষে না। কিন্তু বিসিবি পরিচালকের পদত্যাগ ইস্যুতে আমরা আগের অবস্থানেই আছি। বিসিবি পরিচালক পদত্যাগ না করলে কোনো ক্রিকেটার মাঠে নামবে না।’

মুস্তাফিজ ইস্যুতে চুপ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব বিষয়ে বিসিবিকে জানাতে বা চিঠি দিতে বাধ্য না।।

ক্রিকেটার সোহান নুরুল হাসান সোহান বলেন, ‘আজ ম্যাচ খেলার জন্য আমাদের সবাই প্রস্তুত, কিন্তু দাবি মানার পর।’

এর আগে গতকাল (বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় আজকের বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের আল্টিমেটাম দিয়েছিল কোয়াব।

আজ বিপিএল ম্যাচের আগে নাজমুল ইসলামের পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়েছিল, তবে তিনি পদত্যাগ না করায় মাঠে যাননি কোনো ক্রিকেটার, বল গড়ায়নি আজকের প্রথম ম্যাচে। বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামের গেট। গেটে বাইরে দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের ভিড়।

এসএস