নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ করলো আইসিসি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রপি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রপি | ছবি: সংগৃহীত
0

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। দশ দলের এ বাছাই টুর্নামেন্টে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বাছাই অভিযান শুরু হবে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এরইমধ্যে আটটি দলের জায়গা নিশ্চিত হয়েছে। নেপালে হতে যাওয়া বাছাই টুর্নামেন্ট থেকে চূড়ান্ত হবে বাকি চার দল। বি গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্সে।

আরও পড়ুন:

সুপার সিক্সে অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলতে হবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাবে। বিশ্ব মঞ্চের জন্য জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এফএস