দুবাইয়ে আইএল টি–টোয়েন্টিতে খেলতে পেরে ভীষণ খুশি তাসকিন আহমেদ। সাথে আরও দুজন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। বিশেষ করে বিশ্বকাপের আগে এমন প্রতিযোগিতামূলক লিগে খেলা জাতীয় দলের প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে বলেই বিশ্বাস তাসকিনের।
তাসকিন আহমেদ বলেন, ‘ভিন্ন সংস্কৃতির খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা অনেক কিছু শেখার আছে। সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করে যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে সহায়তা করে। আমরা যা শিখলাম তা আমাদের বাংলাদেশ টিমেও ইম্পেক্ট করবে। কিছুটা হলেও ইম্প্রুভ করবে।’
আরও পড়ুন:
তবে আনন্দের মাঝেই একটি দুঃসংবাদ নাড়া দিয়েছে তাকে। জ্যাকি ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাসকিন।
তাসকিন আহমেদ বলেন, ‘জাকির স্যার আন্ডার-১৫ থেকে আমার অনেক পছন্দের একজন কোচ। শুধু আমার না, আমাদের লোকাল যত ফাস্ট বোলার আছে সবাই অনেক পছন্দ করতেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এটা একটা বিগ লস।’
বিদেশি লিগে খেলার অভিজ্ঞতাকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না তাসকিন। নতুন পরিবেশে খেলা, আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো জাতীয় দলের পারফরম্যান্সে সরাসরি প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।
বিগ ব্যাশ লিগে রিশাদের পারফরম্যান্সে সন্তুষ্ট তাসকিন, সাকিব আল হাসানের সঙ্গে দেখা হওয়ায় আলাদা আনন্দ প্রকাশ করেন তিনি। আইপিএলে ফিজের ভালো দাম পাওয়াকে বাংলাদেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তাসকিন।





