মিরপুরে ঐতিহাসিক মুহূর্ত। দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। অভিজাত সংস্করণে বিরল অর্জনের দিনে মিস্টার ডিপেন্ডেবলকে বিশেষ সম্মাননা জানাতে উপস্থিত বিসিবি সভাপতি ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান, মুশফিকুর রহিমকে টেস্ট ক্যাপ পরানো হাবিবুল বাশারসহ সাবেক ও বর্তমানরা।
মুশির মাইলফলক ছোঁয়ার দিনে স্মৃতিকাতর হয়ে ওঠেন তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জানান, ছোট্ট মুশিকে নিয়ে নানা খুনসুটির কথা। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক জানালেন, কীভাবে আগলে রাখতেন মুশফিককে।
মোহাম্মদ রফিক বলেন, ‘যখন আমরা আসি বিকেএসপিতে, তখন দেখতাম ছোট্ট একটা ছেলে আমাদের নেটের পাশে বসে থাকতো। তখন তাকে ডেকে নিয়ে আসতাম, আমাদের সঙ্গে কিপিং করতে বলতাম। এভাবেই দেখেন সেই মুশফিক আজ কোথায় এসেছে!’
আরও পড়ুন:
বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খানের চোখে দীর্ঘতম সংস্করণে মুশফিকুর রহিমের লম্বা যাত্রার কারণটাও ভিন্ন। মজার ছলেই বললেন, ক্রিকেট নিয়ে কতটা সিরিয়াস থাকেন এমআর ফিফটিন।
আকরাম খান বলেন, ‘মুশফিক এমন একটা ক্যারেকটার, যার সঙ্গে মজার কোনো জিনিস হয় না। কারণ সে সবসময় সিরিয়াস থাকে।’
তবে সাবেকদের সবার চোখে মুশফিক একজন আদর্শ ক্রিকেটার, তরুণদের জন্য অনুপ্রেরণা। নিজের শততম টেস্টেও দলের হাল ধরার গুরুভার চেপেছে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মুশফিকুর রহিমের কাঁধে।




