সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে শুণ্য রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন পেসার হাসান মাহমুদ।
আরও পড়ুন:
তবে এরপর ভালো একটা জুটি পায় আয়ারল্যান্ড। দলীয় ৯৬ রানের মাথায় পল স্টার্লিংকে আউট করে সেই জুটি ভাঙেন পেসার নাহিদ রানা, স্টার্লিং ফেরেন ৬০ রান করে। পরের ওভারেই আউট হন হ্যারি টেক্টর।
এরপর ব্যক্তিগত ৫৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে ফিরে যান কারমাইকে। এরপর ছোট ছোট বেশ কয়েকটা জুটি গড়লেও উল্লেখযোগ্য রান করতে পারেনন আইরিশ কোনো ব্যাটার। দিনের শেষ বলে উইকেট হারালে ২ উইকেট হাতে রেখে প্রথম দিন শেষ করে আয়ারল্যান্ড।





