গতকাল (সোমবার, ১০ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে এ হামলা হয় বলে জানায় মায়ার পুলিশ। বাড়ির মূল ফটকে বেশ কয়েকটি গুলি চালিয়ে সটকে পড়ে হামলাকারীরা।
আরও পড়ুন:
কেউ হতাহত না হলেও বাড়ির ফটকে গুলির ক্ষত রয়ে যায়। নাসিম শাহ তখন পাকিস্তান দলের সঙ্গে ছিলেন টিম হোটেলে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজে খেলবেন তিনি।
হামলার ঘটনার পরও আপাতত দল ছেড়ে যাচ্ছেন না ২২ বছর বয়সী পেসার। নাসিমের ছোট দুই ভাই ২১ বছর বয়সী হুনাইন শাহ ও ১৯ বছর বয়সী উবেইদ শাহও ক্রিকেটার।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন এ দুই পেসারও। হামলার সময় তারা বাড়িতে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি।





