জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার চান কোয়াব সভাপতি মিথুন

জাহানারার অভিযোগের বিষয়ে কথা বলেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন
জাহানারার অভিযোগের বিষয়ে কথা বলেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন | ছবি: এখন টিভি
0

দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যৌন নিপীড়নের অভিযোগ করেছেন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের প্রতি। বিস্ফোরক সেই অভিযোগের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরব অভিযোগ তদন্তে। আর ক্রিকেটারদের সংগঠক কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলছেন, সুষ্ঠু বিচার হোক দায়ী ব্যক্তির।

ছিলেন দেশের নারী ক্রিকেটের একসময়ের অধিনায়ক। তার বোলিং বাংলাদেশকে হাসিয়েছে, স্বপ্ন দেখিয়েছে। দেশের নারী ক্রিকেটে জাহানারা আলম নামটা দীর্ঘদিন ধরেই ছিল অবিচ্ছেদ্য অংশ।

তবে গেল ১ বছর জাহানারা ব্যস্ত ক্লাব ক্রিকেটে, থাকছেন অস্ট্রেলিয়ায়। দেশের ক্রিকেটে সবচেয়ে বিস্ফোরক অভিযোগটাও করেছেন তাসমান সাগরের ওপাড় থেকে।

সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন জাহানারা। নারী দলের প্রয়াত ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও আছে অভিযোগ। আর এসবের বাইরে ড্রেসিংরুমেও হয়েছেন দলীয়করণের শিকার। সবমিলিয়ে অভিযোগের পাল্লা বেশ বড়।

দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর প্রধান মোহাম্মদ মিঠুন এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। অভিযোগ সত্য হলে ক্রিকেটার নয়, একজন নাগরিক হিসেবে জাহানারার জন্য প্রাপ্য বিচার চাইলেন তিনি। জানালেন, অভিযোগ ওঠার পরপরই এ বিষয়ে যেন তদন্ত সুষ্ঠু হয়, সে বিষয়ে কাজ করছে কোয়াব।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট বোর্ড এ বিষয়ে খোঁজ খবর রাখছি। কোয়াবের প্রতিনিধি রোমানা আপু ওমেন্স উইংয়ে আছেন। ওনার মাধ্যমে যখন আমরা এ বিষয়ে জানি, আমরা তাৎক্ষণিক কাজ শুরু করি। তদন্ত করার পর যেই অপরাধী হবেন, তাকে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন এ ধরনের কাজ করার কথা কেউ চিন্তাও না করতে পারে।’

আরও পড়ুন:

ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের শঙ্কা, এমন এক অভিযোগের সুষ্ঠু বিচার না হলে সামনের দিনগুলোতে দেশের নারী ক্রিকেটই হুমকির মুখে পড়বে।

মোহাম্মদ মিথুন বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে তাহলে ভবিষ্যতে কোনো নারীকেই তার পরিবার থেকে ক্রিকেটে আসার ব্যাপারে সমর্থন করবে না।’

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন একসময় ছিলেন নারী উইংয়ে। এখনো যুক্ত আছেন বিসিবির গেম ডেভলাপমেন্টের সঙ্গে। এখন টিভিকে জানালেন, তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান।

হাবিবুল বাশার বলেন, ‘আমি যতদূর জানি এখনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। কমিটি হলে ১৫ কার্যদিবসের মধ্যে ওদের দেয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আগামী ২ সপ্তাহের মধ্যেই জাহানারা আলমের অভিযোগের পুরো তদন্ত শেষ করার কথা রয়েছে বিসিবির। যদিও এই ভুক্তভোগী নারী ক্রিকেটারের ভাষ্য, আগেও বিসিবিকে এ ব্যাপারে অবহিত করে কোনো সাড়া মেলেনি। নতুন বোর্ড এবার কেমন পদক্ষেপ নেয়, সেটাই দেখার অপেক্ষা।

এসএইচ