৬ অক্টোবর নির্বাচনের ফল ঘোষণার পরই দায়িত্ব বণ্টনের জন্য এবং পরদিন কয়েকজন পরিচালককে নিয়ে সভা আয়োজন করেছিল বিসিবি। তবে ২৫ জন পরিচালকের সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
অবশেষে নির্বাচনের প্রায় ১ মাস পর প্রথমবারের মতো সব পরিচালককে নিয়ে বিসিবির সভা। যেখানে আলোচনা হয় বিপিএল থেকে শুরু করে নানা ইস্যু নিয়ে।
গতকাল (সোমবার, ৩ নভেম্বর) বিকেল ৩টার একটু পর শুরু হওয়া সভা চলে রাত প্রায় ১০টা পর্যন্ত। প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন মিটিং শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ৪ পরিচালক। যেখানে আলোচনার নানা বিষয়বস্তু তুলে ধরেন তারা।
সামনেই আয়ারল্যান্ড সিরিজ। আসন্ন এ সিরিজের জন্য বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন থাকতেও আলাদা করে আরেকজন নিয়োগের কারণ জানিয়েছেন মিডিয়া কমিটির পরিচালক আমজাদ হোসেন।
আরও পড়ুন:
বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘আমাদের এ মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে, আমাদের টিমে কোথায় অ্যাডিশনাল সাপোর্ট দরকার। আমরা অনেক বিবেচনা করেই আমাদের মনে হয়েছে যে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার এ মুহূর্তে এবং আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এ সিদ্ধান্ত এসেছে। এরপর আবার পরবর্তী বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নেয়া হবে।’
বিসিবির নতুন পরিচালনা পর্ষদ শুরু থেকেই দেশের সর্বত্র ক্রিকেট ছড়িয়ে দেয়ার কথা জানিয়েছে। এবারের মিটিংয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও।
বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমাদের যে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। এছাড়া আমরা বলি অতি তারাতারি, যত দ্রুত সম্ভব আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই পাঁচটাতে খেলা নিতে চাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে অল্প অল্প করে হবে না, যত তারাতারি সম্ভব এ ফ্যাসিলিটিজগুলো ডেভেলপ করতে হবে।’
গত বিপিএলে ওঠা ফিক্সিংয়ের অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউই। এদিকে দ্বাদশ বিপিএলে কোন কোন দল অংশ নেবে সেই তালিকা ৪ নভেম্বর জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।




