ঘরোয়া আসরে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করে বিসিবিকে ৪৩ ক্লাবের চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কমিটির অধীনে আসন্ন ঘরোয়া আসরগুলোতে অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছে ৪৩ ক্লাব। এরইমধ্যে বিসিবি বরাবর চিঠি পাঠিয়েছে ক্লাবগুলো।

বিসিবি নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বিসিবির নির্বাহী কমিটি ও ক্লাবগুলোর দ্বন্দ্বের রেশ এখনো চলমান। নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি না মানায় সবশেষ বিসিবি নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিলো ঢাকার ৪৮ ক্লাব। এর পরপই সিসিডিএম থেকে ক্লাব গুলোকে রাজি করানো চেষ্টা শুরু হয়।

আরও পড়ুন:

কলাব সংগঠকদের সঙ্গে একাত্ম হয়ে বিসিবি নির্বাচনকে বিতর্কিত বললেও চিঠি পাঠানো ৪৩ ক্লাবের মধ্যে নাম নেই তামিম ইকবালের গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব ও খালেদ মাহমুদ সুজনের ওল্ড ডিওএইচএসের।

আগামী ৫ ও ৬ নভেম্বর দলবদল এবং লিগ শুরু হবে ১৮ নভেম্বর। এরইমধ্যে প্রথম বিভাগের ২০টি ক্লাবকে দলবদল ও লিগ শুরুর তারিখ জানিয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড।

এফএস