অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জয় ভারতের, সিরিজে সমতা

ভারতীয় ক্রিকেট দলের উদযাপন
ভারতীয় ক্রিকেট দলের উদযাপন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

হোবার্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে সফরকারি ভারত। এ জয়ে ৫ ম্যাচের সিরিজে সমতায় ফিরলো ভারত।

এ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ের আমন্ত্রণে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি অজি টপ অর্ডারের ব্যাটাররা।

ওপেনার ট্রাভিস হেড আউট হন ৬ রানের মাথায়। আর জশ ইংলিশ করেন ৭ বলে মাত্র ১ রান। তবে টিম ডেভিডের ৩৮ বলে ৭৪ এবং মার্কাস স্টয়নিসের ৩৯ বলে ৬৪ রানে ভর করে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে। ১৬ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা। শুভমান গিলও আউট হন ১৫ রান করে।

অধিনায়ক সূর্যকুমার যাদব ফেরেন ২৪ রান করে। তবে শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ২৩ বলে ৪৯ ও জিতেশ শর্মার ১৩ বলে ২২ রানের ইনিংসে ভর করে ৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, দ্বিতীয় ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। তাই এখনও দুদলের সামনেই থাকছে এ সিরিজ জয়ের সুযোগ।

এসএইচ