নারী বিশ্বকাপে মান বাঁচানোর লড়াই বাংলাদেশের; নিয়ম রক্ষার ম্যাচে প্রতিপক্ষ ভারত

অনুশীলনে নিগার সুলতানারা
অনুশীলনে নিগার সুলতানারা | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে আজ (রোববার, ২৬ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের জন্য এ ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার, তবে মান বাঁচানোর লড়াই বাংলাদেশের জন্য। টাইগ্রেসদের জন্য চ্যালেঞ্জ, এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তলানি থেকে নিজেদের উঠিয়ে আনার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

হাতের কাছ থেকে ফসকে গিয়েছিল একাধিক ম্যাচ। নারী বিশ্বকাপে একাধিক ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জ্যোতি-নাহিদারা হতাশ হয়েছেন, সঙ্গে হতাশ করেছেন দেশের ক্রিকেট ভক্তদের। 

একপর্যায়ে সেমিফাইনাল খেলার সুযোগও ছিল টাইগ্রেসদের সামনে। তবে সেখান থেকে এ মুহূর্তে দলটি দাঁড়িয়ে আছে মান বাঁচানোর লড়াইয়ের সামনে। হারলেই সবার শেষ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে নিগার সুলতানা জ্যোতির দল।

অবশ্য শেষ ম্যাচের জন্য প্রতিপক্ষটাও সহজ পাচ্ছে না বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। 

আরও পড়ুন:

দুই দলের মুখোমুখি লড়াই কিংবা বিশ্বকাপের ফর্ম, কিছুই এ ম্যাচের আগে টাইগ্রেসদের পক্ষে কথা বলছে না। মুখোমুখি দেখায় কেবল একবারই হারমানপ্রীত-স্মৃতি মান্ধানাদের হারিয়েছিল লাল-সবুজের দল। বিপরীতে হেরেছে ৬ ম্যাচে। বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে আছে সবার নিচে। 

পাকিস্তান টুর্নামেন্টে কোনো ম্যাচে জয় না পেলেও বৃষ্টিভাগ্যকে সঙ্গী করে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরেই অবস্থান করছে। তলানির অবস্থান থেকে উঠে আসতে তাই এ ম্যাচে জয় চান জ্যোতি-নাহিদারা।

দলে নেই ইনজুরি সমস্যা। নিজেদের চিরায়ত স্পিনেই আরও একবার ভরসা রেখে মাঠে নামবে বাংলাদেশের নারী দল। তবে প্রতিপক্ষ দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এ ম্যাচে বড় পরীক্ষা নেবে টাইগ্রেসদের। ভারত অবশ্য ম্যাচে জিতলেও তাতে নিজেদের উন্নতি ঘটাতে পারছে না। চতুর্থ স্থানে থেকেই সেমিতে পা রাখবে হারমানপ্রীত কৌরের দল।

এসএইচ