বিগ ব্যাশের জন্য ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

অনিশ্চিয়তা কাটিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের ফাইনাল হারের পর পিসিবি তাদের খেলোয়াড়দের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ বন্ধের সিদ্ধান্ত নেয়। কোনো কারণ ব্যাখ্যা করা না হলেও খেলোয়াড়দের জাতীয় দলের প্রতি অধিক মনোযোগী করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানানো হয়। এতে করে বিগ ব্যাশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিগে আগেই চুক্তিবদ্ধ থাকা পাকিস্তানি তারকাদের খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন:

তবে শেষ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিতে সম্মত হয়েছে পিসিবি। বিগ ব্যাশের আগামী আসরে ৬টি আলাদা দলে ৬ পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে।

ইএ