আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ে টাইগারদের লক্ষ্য ১৯১ রান

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একটি মুহূর্ত
বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচের একটি মুহূর্ত | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯০ রানে অল আউট হয়েছে আফগানিস্তান।

একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশকে ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন পেসার তানজিম সাকিব। জাকের আলীর তালুবন্দী হওয়ার আগে ১১ রান করেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তখন থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্তে ঢাল হয়ে দাঁড়ান আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন তিনি।

নবী ও গজনফর দুজনই দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন। রিটায়ার্ড হার্ট রহমত শাহ ব্যাট করতে অপারগতা জানালে ৪৪ ওভার ৫ বলে শেষ হয় আফগানদের ইনিংস।

বাংলাদেশের হয়ে মিরাজ তিনটি এবং তানজিম সাকিব ও রিশাদ দুটি করে উইকেট নেন। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

এএইচ