বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা

বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট
বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী বিভাগের ফর্মার ক্রিকেটার অব রাজশাহী। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বেলা ৫টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সংবর্ধনা দিতে আসেন সাবেক ক্রিকেটাররা।

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদ মাসুদ পাইলট জানান, শুধু রাজশাহীকে নিয়ে ভাবলেই হবে না, গোটা দেশকে নিয়ে ভাবতে হবে। রাজশাহীও তার একটা পার্ট। এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলে এবং রাজশাহীতে কিভাবে লীগ করা যায়,বিভাগীয় টুর্নামেন্টগুলো কিভাবে করা যায় সময়ের সাথে সেগুলো বাস্তবায়ন করা হবে। বেশি বলার চেয়ে কাজ করে দেখানোর আশ্বাস ও সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সুন্দর ক্রীড়াঙ্গন করার কথাও জানান তিনি।

সাবেক ক্রিকেটাররা জানান, পাইলট বাংলাদেশের ক্রিকেটাররা উন্নতির জন্য আরও বেশি করবে। রাজশাহীসহ অন্যান্য জেলায় লীগের আয়োজনসহ নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন করে খেলোয়াড়দের ডেভেলপমেন্ট করবেন। ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে বিপিএলসহ অন্যান্য আয়োজনে এগিয়ে আসবে বলেও আশাবাদী তারা।

আরও পড়ুন:

এর আগে গত ৫ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ক্যাটাগরি তিন থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

পাইলট ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন। এ ক্যাটাগরিতে ভোট দেওয়া ৪৩ জন কাউন্সিলের মধ্যে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন।

খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। ক্রিকেটাররা ছাড়াও এ ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার থেকে ভোট দেওয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোট দেয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলর এ ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

ইএ