দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে কাজ করতে চান বুলবুল

বিসিবি নির্বাচন শেষে সংবাদ সম্মেলন
বিসিবি নির্বাচন শেষে সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবিরি সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন নবনির্বাচিত সভাপতি। আর দুই ক্যাটাগরি থেকে সহ-সভাপতি হয়েছেন ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলটের মতো হেভিওয়েট প্রার্থীরা।

নির্বাচনী উত্তাপ শেষে প্রশান্তি! উত্তেজনার আভাস ম্লান শান্তিপূর্ণ আবহে। তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর অঘোষিত সভাপতি মনে করা হচ্ছিলো আমিনুল ইসলাম বুলবুলকে।

শেষ পর্যন্ত আর নতুন কোনো নাটকীয়তার মঞ্চায়ন না হওয়ায় ৪ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। জানালেন, ক্রিকেট নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নির্বাচনের আগে কন্ট্রোভার্সি সব দেশে, সব জায়গায়, সবক্ষেত্রেই হয়। কিন্তু আমার জানামতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কন্সটিটিউশন আছে, তার মধ্যেই থেকেছি। নির্বাচনের বিধিমালার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেইট অ্যান্সার হচ্ছে, কে বোর্ডে আছে, কে নেই- সবাইকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

আরও পড়ুন:

সাবেক সভাপতি ফারুক আহমেদ সর্বাধিক ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এরপর কাঁধে উঠেছে ভাইস প্রেসিডেন্টের নতুন দায়িত্ব। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করতে চান তিনি।

ফারুক আহমেদ বলেন, ‘আমাদের এগিয়ে যেতে হবে। পেছনের জিনিসগুলো বাদ দিয়ে দেই। আমরা সামনে কীভাবে এগোবো এটা খুব জরুরি। আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট বোর্ড নিয়ে। একেকজন তিন থেকে চারটা কমিটিতে ছিল। এবার কিন্তু ২৫ জনের কাজ।’

বিসিবি নির্বাচনের শুরু থেকে নানা ইস্যুতে সঙ্গী ছিলো বিতর্ক। এমনকি শেষ মুহূর্তেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন অনেক প্রার্থী। তবে নির্বাচন কমিশনের দাবি অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি নির্বাচনে।

বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন বলেন, ‘আমরা প্রথম থেকে সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনেই কিছু কিছু অভিযোগ থাকে। সব খেলায়ই দেখা যায় আমরা গ্রাম থেকে দেখে এসেছি, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে তারা অনেকসময় অনেকরকম বিতর্কিত কথা বলে।’

নির্বাচন ঘিরে চলা অস্থিরতা কাটিয়ে এবার ক্রিকেটের উন্নতি ও প্রসার ঘটবে--- সেই স্বপ্ন দেখছেন নবনির্বাচিতরা।

এসএস