নারীদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ; মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

নারী বিশ্বকাপের ট্রফি
নারী বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) প্রথমদিন মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টায়। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হচ্ছে এবারের আসরটি। স্বাগতিক দুই দেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের আসরটিতে অংশ নিচ্ছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রাইজমানিও বেড়েছে এবারের বিশ্বকাপের।

এবারের আসরে সর্বমোট ১৬৮ কোটি ১৫ লাখ টাকা দেবে আইসিসি, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ। 

বহুল প্রতিক্ষার পর শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা, যা মেয়েদের বিশ্বকাপ আয়োজনের প্রথম অভিজ্ঞতা দেশটির জন্য। 

অন্যদিকে একযুগ পর ভারতে মেয়েদের বিশ্বকাপ ফেরায় আসরটি ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে ভারতেও।

প্রথম দিন দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে। ভারতের গুয়াহাটিতে ম্যাচটি ঘিরে এরই মধ্যে সব আয়োজন সেড়ে রেখেছে আইসিসি।

পিচ, আবহাওয়া, সমর্থক সবকিছু বিবেচনায় শ্রীলঙ্কার থেকে অনেকটা এগিয়েই থাকবে ভারত। ব্যাটিং লাইনাপেও ভারতের রয়েছে গভীরতা। 

ফর্মে থাকা প্রাতিকা রাওয়ালের মতো তরুণ ওপেনার দলটিকে দিতে পারেন ভালো শুরু। সঙ্গে নিশ্চিতভাবেই স্মৃতি মান্ধানা। মাঝের দিকে স্পিনাররা কার্যকর হওয়ায় ম্যাচটিতে ৩ জন স্পিনার নিয়ে খেলতে পারে ভারত।

শ্রীলঙ্কান অধিনায়ক চামারা আথাপাথথু হতে পারেন দলটির জন্য এক্স ফ্যাক্টর। সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি অনেক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে। 

হাসিনি প্যারেরা, হারশিথা, ভিশমি গুনারত্নেরা ব্যাটিংয়ে হতে পারেন ভরসার নাম। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না থাকায় আত্মবিশ্বাসে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে দলটির।

তবে ঘরের মাটিতে ম্যাচটি হওয়ায় অরিক্ত প্রত্যাশা বোঝা হতে পারে ভারতের জন্য। সীমাবদ্ধতা কাটিয়ে ভালো ক্রিকেট খেলে প্রথম ম্যাচটিতে জয় পায় কারা, সেটিই এখন দেখার বিষয়।

এসএইচ