বিসিবির পরিচালক নির্বাচনের জন্য খসড়া তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

বিসিবির পরিচালক নির্বাচনের জন্য খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের ১৭৭ জনের তালিকা প্রকাশ করার কথা থাকলেও ১৭১ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে কমিশন।

নরসিংদী, সিলেট, নওগা, বগুড়াসহ সময়মতো মোট ৬ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি কাউন্সিলর ফর্ম জমা না দেয়ায় তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে সময় শেষ হওয়ার পর ফরম জমা দিলেও তালিকায় নাম রয়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদের।

তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

ইশরাক হোসেন কাউন্সিলরশিপ নিয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্লাব ব্রাদার্স ইউনিয়নের।

এর আগে নির্বাচনি তফসিল সংশোধন করে বিসিবি পুনরায় প্রকাশ করে। যেখানে ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশসহ মনোনয়নপত্র বিতরণের সময় একদিন পিছিয়ে করা হয় ২৭ সেপ্টেম্বর।

তবে সবকিছুর সময় পরিবর্তন হলেও আগের নির্ধারণ করা দিনেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

সেজু