ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

সাবেক অধিনায়ক মিঠুন মানহাস
সাবেক অধিনায়ক মিঠুন মানহাস | ছবি: সংগৃহীত
0

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। গত আগস্টে সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনির পদত্যাগের পর শূন্য ছিল আসনটি।

অন্তর্বর্তীকালীন দায়িত্বে ছিলেন রাজীব শুক্লা। গতকাল (শনিবার, ২০ সেপ্টেম্বর) শেষ সময়সীমা পর্যন্ত সভাপতি পদের জন্য একমাত্র নামটি ছিল মানহাসের। তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাব-কমিটির সদস্য।

আরও পড়ুন:

এর আগে মানহাস বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। আইপিএলে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের কোচিং স্টাফের সঙ্গেও যুক্ত ছিলেন মানহাস।

এফএস